আব্দুল আজিজ তিতাস উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম (৪৫) হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী তানিয়া ইসলাম মনি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের ছেলে মো. টুটুল বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা করে মা'কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ও.সি নাছির উদ্দিন।
জানা যায় নিহত, সিরাজুল ইসলাম হোমনা উপজেলার চান্দের চর ইউনিয়ন শ্রমিকলীগের নির্বাচিত সভাপতি ও রামকৃষ্ণপুর আড়ালিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ছিলো এবং বাজারে ব্যবসা পরিচালনা করতেন।
নিহতের মেয়ে শিমু আক্তার জানান, তার বাবা পার্শ্ববর্তী উপজেলার ভুরভুরিয়া গ্রামের এক মহিলার সাথে ধর্মবোনের সম্পর্কি ছিলো এবং ওই বাড়িতে যাতায়তকে কেন্দ্র করে তার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ঝগড়া ছিলো। এ নিয়ে প্রায় সময় মনি বেগম সিরাজকে প্রকাশ্যে বঁটি দিয়ে কখনে ঝাড়ু দিয়ে মারতে তেড়ে যেতেন এবং সিরাজের রক্তে গোসল করার হুমকিও দিতেন বলে মেয়ে শিমু সাংবাদিক ও পুলিশকে জানান।
সে আরো জানায়, গত ৯ মাস ধরে মনি বেগম সিরাজের সংসার ছেড়ে প্রতিবেশী ছবির মিয়া, পাপিয়া ও রাহিমার বাড়িতে থাকতো এবং রাজু আমি আমার বাবার হত্যার বিচার চাই বলে কান্নায় ভেঙে পড়েন শিমু।
উল্লেখ্য,গত শনিবার(৫ অক্টোবর) রাতে সিরাজুল ইসলাম বাড়ি ফিরেনি। রোববার (৬ অক্টোবর) ভোরে সিরাজুল ইসলামকে বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মাঈনুদ্দিন মেম্বারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে হোমনা থানার এসআই ফরহাদ হোসেন লাশের সোরতহাল করে ঘটনাস্থল বাঞ্ছারামপুর হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য বাঞ্ছারামপুর থানায় মাধ্যমে ব্রাহ্মনবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ