মাহাবুবুল হক :
জ্বলে ওঠা অগ্নিস্নান দিন, ইতিহাসের পৃষ্ঠায় লেখা,
তুমি এসেছিলে বজ্রকণ্ঠে — নারী নয়, এক প্রলয় রেখা।
গণতন্ত্রের ঘুমহীন রাত, নিঃসঙ্গতা আর যুদ্ধঘোষ,
তোমার হৃদয়ে ছিলো শুধু, মানুষের মুক্তির একমাত্র খোঁজ।
স্বামীর কাঁধে রাজনীতির দীপ্তি, ছায়ার মতো ছিলে পাশে,
পেছনের সারি ছেড়ে তুমি এলে নেতৃত্বের শ্রেষ্ঠ আসনে।
কাঁদোনি তুমি নিজের ব্যথায়, দেশের গ্লানিই ছিলো বুকে,
ছেলে হারিয়ে, নিঃস্ব হয়ে, চুপ থাকোনি অত্যাচারের ধুকে।
জেলের কালো দেওয়ালে ছিল, তোমার সাহসের আরশিনগর,
লোহার গেটে প্রতিবাদ ছিলো, চোখে আগুন, ঠোঁটে জ্বলন্ত স্তবগর।
রুগ্ন শরীর, তবু চেতনায়, বিদ্রোহ বয়ে আনে ঝড়,
তোমার অসুখও যেন ব্যর্থ, তোমার প্রাণচিৎকারে হর!
তুমি শাসকের চোখের কাঁটা, তুমি অন্ধকারের আলোর রেখা,
তুমি আপোষ না মানা চেতনা, তুমি বাঙালির মায়ের দেখা।
তোমার চুপ থাকা এক ভাষণ, তোমার হাঁটা এক সংগ্রাম,
বেগম খালেদা জিয়া তুমি, এক জীবন্ত স্বাধীনতার নাম।
মন্তব্য করুন