আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে বাস্তহারা বাসিন্দা রুবেল হত্যায় জড়িতদের ফাঁসী ও পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বাস্তহারাবাসী।
বুধবার বিকালে গৌরীপুর-হোমনা সড়ক সংলগ্ন বাস্তহারা কলোনির সামনে গাজীপুর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসী দাবি করে বক্তব্য দেন, নিহতের স্ত্রী শশি আক্তার, মা পেয়ারা বেগম, ভাই জিয়া,বাস্তহারাবাসী নজরুল ইসলাম,শাহজাহান, নুরা মিয়া,শাহ আলী,হারুন মিয়া, রেখা বেগম, বৃষ্টি আক্তার, সিলত বেগম, নারগিস আক্তার প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় রুবেলকে এঘটনায় জড়িত ৪ জন আসামিকে আটক করে কারাগারে পাঠানো হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ