আব্দাহিয়ুর রহমান আপেল:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর ও অমানবিক হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি জেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়সংলগ্ন চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার। আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ, মাওলানা আব্দুল হামিদ মিয়া, কর্মপরিষদ সদস্য জহুরুল ইসলাম, সদর উপজেলা আমীর শামসুল হুদা মিঠু, শহর সেক্রেটারি মতিউর রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।
মন্তব্য করুন