নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহী মামলায় ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের দপ্তর সম্পাদক ও উত্তরা ব্যাংকের মতিঝল লোকাল শাখার সহকারী কর্মকর্তা ক্যাশিয়ার জিয়া হোসেন জিয়া মতিঝিল থানা পুলিশের হাতে আটক। তার বিরুদ্ধে মতিঝিল থানা ও আদালতে হত্যা মামলা সহ আরো কয়েকটি মামলা চলমান আছে বলে জানা যায়।
৯ ফেব্রুয়ারী বিকাল ৩ ঘটিকায় মতিঝিল এলাকা থেকে মতিঝিল থানার পুলিশ তাকে আটক করে।ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে গত ১২ নভেম্বর ২০২৪ মতিঝিল থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করেন। মামলা নাম্বার ১১।
বিস্তারিত পর্ব-২ চলবে…
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ