সামিমা আক্তার:
পিরোজপুর সদর তেজদাসকাঠী স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রীর অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৭ অক্টোবর ) দিবাগত রাতে সদর উপজেলা হুলারহাট থেকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ওই স্কুলের ছাত্রীকে ও উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার আসামি পিরোজপুর সদর উপজেলা ওদনকাঠি গ্রামের ফারদিন হাওলাদার (২২)পিতা :ওয়ারেস হাওলাদার
জানা যায়,সে ঢাকায় মায়ের বাসায় থাকাকালীন( ০২ সেপ্টেম্বর) পল্লবী এলাকা হতে অপহৃত হয়।
অপহরণের ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে (১৪ সেপ্টেম্বর ) পল্লবী থানায় মামলা করেন (মামলা নম্বর-১৩)। ফারজানা ইসলাম পিরোজপুর জেলা পুলিশের ফেইসবুক পেইজে জেলা পুলিশের কর্মকান্ড দেখে অনুপ্রোনিত হয়ে অদ্য ঢাকা হতে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এসে তার অপহৃত মেয়েকে উদ্ধারের আবেদন জানালে পিরোজপুরের পুলিশ সুপার
খান মোহাম্মদ আবু নাসের এর নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স)মোঃ মুকিত হাসান খান এর নেতৃত্বে থানা পুলিশ ও ডিবি র যৌথ অভিযানের তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত আসামিকে গ্রেপ্তার করে। মামলার বাদি ফারজানা তার মেয়েকে দ্রুত সময় উদ্ধার ও আসামিকে গ্রেফতার করায় জেলা পুলিশের প্রতি অসীম কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য করুন