সাভার প্রতিনিধি : ঢাকার উপজেলা সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের ডাকা সমাবেশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্তত ৫ জন।
শনিবার,৭ সেপ্টেম্বর আনুমানিক বিকাল তিনটা চল্লিশের দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় এ সংর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহতদের মধ্যে ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং তার চার জন অনুসারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান শ্রমিক অসন্তোষে দেশের শিল্প-কারখানায় ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারীসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শনিবার বিকালে বাইপাইলে শ্রমিক সমাবেশ ও আলোচনার আয়োজন করা হয়েছিল।
এ সময় ট্রাকের ওপর স্টেজ তৈরি করা হলে সেখানে অবস্থান করা নিয়ে শ্রমিকদল নেতা মাজহারুল ইসলাম খানকে ধাক্কা দিয়ে ট্রাক থেকে নিচে ফেলে দিয়ে আহত করা হয়।
সমাবেশের জন্য তৈরি ট্রাকের মধ্যে অস্থায়ী স্টেজে ওঠাকে কেন্দ্র করে প্রথমে হট্টগোলের সৃষ্টি হয়। পরে মাজহারুল ইসলাম খানকে স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। এরপরে এক গ্রুপ এসে তাকে পিটিয়ে আহত করে। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়েছিল।
আহত মাজহারুল ইসলাম খান বলেন, আমি ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের রানিং সাধারণ সম্পাদক। গফুর চেয়ারম্যান ও মোখলেস খানের লোকজন আমাকে জোর করে স্টেজ থেকে ফেলে দেয়।এ সময় আমি ও আমার নেতাকর্মীরা প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালায় আমাকে ও আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে মারধর করা হলে আমিসহ অন্তত ৫ জন আহত হয়েছি। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমিও হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছি।
এসব ঘটনার পরে উক্ত সমাবেশে যোগ দেন আয়োজনের প্রধান অতিথি ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ