রিপোর্ট ::ইব্রাহীম খলিল উল্লাহ সেন্টু ,জেলা প্রতিনিধি ,নরসিংদী:
নরসিংদী রায়পুরা উপজেলা ঢাকা-সিলেট-চট্রগ্রাম রেলপথ মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পশ্চিম দিগের এক কিলোমিটার দূরে কমলপুর নামক স্থানে ট্রেনে কাটা পরে ৫ জনের মৃত্যু ও মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পুর্বদিক আউটারে রেলগেইটে ট্রেনে কাঁটা
পড়ে আরো ১জনের মৃত্যু হয় ,মোট ৬ জন ট্রেনে কাটা পরে মারা গেছে ।
স্থানীয়সূত্রে জানা যায়, আজ ৮ ই জুলাই সোমবার ভোর সকালে খাকচক সঃ প্রাঃ বিদ্যালয়ের দক্ষিণ দিগে কমলপুর রেললাইনের পাশে ট্রেনে কাটা ৫টি মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়া হলে থানা ও রেলওয়ে পুলিশ দূ্র্ঘনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে চিটাগাং মেইল ট্রেন নয়তো তূর্ণা নিশিতা ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছে। নিহতদের সবাই পুরুষ , মরদেহগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে কেউ দেখে চিনতে পারছেনা ধারণা করা হচ্ছে নিহত ব্যাক্তিরা ট্রেনের যাত্রী হতে পারে।
এইদিকে ৫ ঘন্টা পর সকাল ১১ঘটিকার সময় মেথিকান্দা রেলওয়ে স্টেশন পুর্বদিকের আউটার শ্রীরামপুর রেলগেইটে, সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে আরো ১ জন নিহত হয়, এই নিয়ে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ