আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার কালাচান্দকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা ২০২৫ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে দাখিল পরীক্ষার্থীসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, ম্যানেজিং কমিটির সদস্য এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে কালাচান্দকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ ফরিদ (মেম্বার) ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এ এইচ এম কামাল হোসেন, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আব্দুল হালিম।
এসময় পরীক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ রেজাউল করিম বলেন, আমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে বিদায় নিচ্ছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কোনো স্যারের সঙ্গে খারাপ আচরণ করে থাকলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা দোয়া প্রার্থনা করছি, যাতে উচ্চশিক্ষা গ্রহণ করে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি।
সহকারী শিক্ষক আব্দুল কাদের মোল্লা বলেন, শিক্ষার্থীদের আমরাও পাঠদানের সময় শাসন করি আবার আদর করি। আজীবন চলার পথে উৎসাহ ও দেই। তোমরা শুধুমাত্র দাখিল পরীক্ষা নয়, বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে জীবনে উন্নতি লাভ করবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখবে এই প্রত্যাশা করি।
মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট হযরত মাওলানা মোঃ দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, এ বছর আসন্ন দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা আইন-শৃঙ্খলা মেনে অত্যন্ত শান্তশিষ্ট হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো ধরনের অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে। উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে ভদ্র আচরণ প্রদর্শন করবে। পরীক্ষার হলে প্রবেশের আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে আসবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক এ কে এম ওমর ফারুক ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট হযরত মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।
মাদ্রাসা থেকে এ বছর মানবিক ও বিজ্ঞান বিভাগের মোট ৫৫ জন পরীক্ষার্থী আসন্ন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ