সাইফুল মতিন, সি.প্রতিবেদক : ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের পুর্বের ১০৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের ৪৭ সদস্য বিশিষ্ট উত্তর ও দক্ষিণ এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর এ বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী,স্বচ্ছতা ও গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনে বিভক্ত করে নতুন এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
রবিবার ৭ এপ্রিল ,ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের আহবায়ক কমিটির অনুমোদন করেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক
ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু পরিষদের ৪৭ সদস্য বিশিষ্ট কমিতে আহবায়ক প্রকৌশলী মো হারুন অর রাশিদ সদস্য সচিব হারু-উল মোর্শেদ সাজু এবং যুগ্ম-আহবায়ক সাইফুল মতিন টিপু।
ঢাকা মহানগর দক্ষিণের বঙ্গবন্ধু পরিষদের ৪৭ সদস্য বিশিষ্ট কমিতে আহবায়ক মো নাসিরুদ্দিন সদস্য সচিব নাফিজ হোসেন দীপ।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ