———————-
মায়ের মুখের হাঁসি যেনো শান্ত করে মন;-
হৃদয়ভরা কষ্ট নিয়েই কাটায় সারাক্ষণ।।
লক্ষ ছেলে কাঁদে “ মাগো” তোমার মুখটা দেখে;-
প্রার্থনাতে মগ্ন থাকে সকল কর্ম রেখে।।
আমরা তোমার শান্ত ছেলে তোমার শিক্ষা পেয়ে;-
ব্যথার আগুন বইছি শুধু তোমার পথ চেয়ে।।
তুমি মোদের আশার প্রদীপ তুমি চোখের আলো;-
তোমার দেয়া স্বপ্ন নিয়েই থাকবো মোরা ভালো।
তুমি আছো এই আমাদের সাহসের প্রেরনা;-
তোমার অভাব জাগায় মনে দু:খ আর বেদনা।।
সুস্থ্য হয়ে ফিরে আসো এই মোদের প্রার্থনা;-
তোমার মুখের কথা শুনে ভুলবো সব যাতনা।
:::;;;;;;;;:::::::::::::::::::::::::::::::::;;;
মন্তব্য করুন