মোঃ সুজন আহাম্মেদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল প্রদান করা হবে বলে হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবন থেকে খালেদা জিয়ার যাত্রা শুরু হয়। রাত ৮টা ২০ মিনিটে তার গাড়িবহর ফিরোজা থেকে বের হয়। তাকে এক নজর দেখতে রাস্তায় হাজারো নেতাকর্মী ও সমর্থক ভিড় করেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গুলশান থেকে বিমানবন্দরের পথ।
রাত ১০টা ৫৫ মিনিটে খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে প্রবেশ করেন। এরপর রাত ১১টা ৪৬ মিনিটে তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার আকাশ ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। কাতারের আমিরের পাঠানো এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যরা।
লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমান এবং তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাই মাসের পর এই প্রথমবারের মতো খালেদা জিয়া বিদেশ সফর করছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়ার লিভার সিরোসিস, ডায়াবেটিস এবং হৃদরোগজনিত সমস্যা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্তটি তার পরিবারের দীর্ঘ প্রচেষ্টার ফসল।
এর আগে ঢাকা থেকে বিদায়ের সময় গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দু'পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন। ঢাকার আকাশে উড্ডয়নের আগে বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার যাত্রা সম্পন্ন হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ