পাহাড়, নদী, ঝর্না ঘিরে তিন পার্বত্য জেলা;-
‘প্রকৃতিটা’ করছে সেথায় অপার রুপের খেলা।।
খাগড়াছড়ি, রাঙ্গামাটি কিংবা বান্দরবান;-
মুগ্ধ দেখে রুপের বাহার, স্নিগ্ধ জীবন প্রান।।
তাজিংডং, কেওক্রাডং, চিম্বুক,সাফাহাপং এর চুড়ায়;-
মেঘের রানী জড়িয়ে ধরে মনের জ্বালা জুড়ায়।।
ক্লান্ত পথিক থমকে দাড়ায় আলুটিলা বটমূলে;-
হৃদয় পাগল প্রেমিক খুঁজে চেঙ্গী নদীর কুলে।।
চাকমা, ত্রিপুরা, পাংখোয়া, লুসাই ,মারমা, মুরং, চাক;-
বোম,তংচঙ্গা,খুমী, খেয়াং , অসমীয় ,কুকিরা সুখে থাক।।
মানব সৃষ্ট কাপ্তাই লেকের বিশাল জলাধার;-
‘গুইমারাতে ‘ গাছ ভেঙ্গে যায় আম, কাঁঠালের ভার।।
পাহাড় ঢালে বসত ভিটায় নানা জাতির বাস;-
কারো হাতে খুন্তি ,কুড়াল , কেউবা খেলে তাস।।
সহজ সরল মানুষগুলো মন যে তাদের ভালো;-
কাপ্তাই লেকের ‘জলবিদ্যুৎ’ করছে দেশে আলো।।
“বোমাং”-“মং”-চাকমা”-রাজার রাজমুকুটের নামে;-
সকল জাতীর সুখের ঐক্য ,ব্যস্থ কর্মে কামে।।
রাজা, প্রজা মিলে মিশে একটি পরিবার;-
বছর শেষে রাজা বসে হিসাব মিলাবার।।
রাজপূন্যাতে, হয় যে “ মেলা “জমে ভিশন ভিড়;-
লতা, পাতার, কুড়ে ঘরেই সবার সুখের নীড়।।
পাহাড়ী, বাঙ্গালী, মুসলিম,হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান:-
সবাই মিলে বাংলাদেশী -একই জন্মস্থান ।।
মানিকছড়ি, মহালছড়ী, লক্ষীছড়ি , বরকল;-
মাছের ডিমে ভরছে দু-কুল ‘হালদা’ নদীর জল।।
বিলাইছড়ি, জুড়াছড়ি, কাউখালী, লংগদু;-
মাইনী নদীর নৌকায় হাঁসে ননিয়ার চড়ার, বধু।।
লামা, রুমা, রোয়াংছড়ি,থানছি, আলীকদম;-
নাইক্ষ্যংছড়ি, আন্দারমানিক হাঁটতে পুরায় দম।।
রাজস্থলী, রামগড়, পানছড়ি, দীঘিনালা;-
মাটিরাঙ্গার ললনারা ফাটায় গানের গলা।।
কর্নফুলীর স্বচ্ছ জলে দুলছে নৌকার পালে;-
মাতামুহুরী, বাকখালী,সাঙ্গু নদীর ঢালে।।
বাঘ, ভালুক, হাতী ,গয়াল , হরিন,ময়না পাখি;-
ইতিহাসের পাতায়, এখন করছে ডাকাডাকি।।
একটি দুটি হাতী, কিংবা ক্ষুদ্র গ্যাচো বাঘ;
হঠাৎ যদিও দেখা মিলে, বাড়ায় মানব রাগ।।
বিরান হলো , গর্জন, সেগুন ,বেত আর বাঁশের বন;-
কেঁদে মরে শূন্য পাহাড় উজাড় করে মন।।
চোরা কাঠের লোভের ফলে বন হলো ছারখার;-
পাহাড় কেটে ইটা পোড়ায়, দোজখের কারবার।।
এমনি ভাবে ধ্বংস হলো স্বর্গসম দেশে;-
সৃষ্টিকর্তাই ধরবে একদিন সকল কর্ম শেষে।।
————————
————————-
তারিখ- ১৩ই জন , ২০২০ইং ।
শনিবার।
নিকেতন- গুলশান -১।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ