শামীম শাহরিয়ার:
বাংলাদেশে চলমান রাজনৈতিক দমন-পীড়নের সময় যখন রাজপথে গণতান্ত্রিক আন্দোলন কার্যত নিষিদ্ধ, তখনই দৃপ্ত পদক্ষেপে রাজপথে নেমে সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্মদল।
দেশব্যাপী ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ক্রান্তিকালে জিয়া প্রজন্মদল এক বলিষ্ঠ ভূমিকা রাখে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ-এর নেতৃত্বে নেতাকর্মীরা নিরলসভাবে আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের মতো কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
সরকারের নানামুখী দমন, গ্রেফতার, গুম-খুন এবং নির্যাতনের হুমকি উপেক্ষা করেও তারা রাজপথ থেকে কখনো পিছু হটেনি।
🔹 আন্দোলনের মূল প্রেক্ষাপট ও কর্মসূচি:
জিয়া প্রজন্মদলের রাজপথ-ভিত্তিক রাজনৈতিক সংগ্রামের শক্ত ভিত গড়ে উঠেছে নিচের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর মাধ্যমে:
🇧🇩 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন ও শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন
🕊️ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান
💠 গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশজুড়ে দোয়া মাহফিল
🧑🎓 গুম, খুন ও নির্যাতনের শিকার ছাত্র-জনতার স্মরণে প্রার্থনা ও মানববন্ধন
এইসব কর্মসূচি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ ছিল না—বরং ঢাকা মহানগর থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও থানা পর্যায়ে জিয়া প্রজন্মদলের আওতাধীন কমিটিগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আন্দোলনের ধারাকে বেগবান করেছে।
🔹 ভবিষ্যতের প্রতিশ্রুতি:
চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ এক বিবৃতিতে বলেন—
🗣️ “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা অতীতেও রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জিয়া প্রজন্মদল সর্বদা প্রস্তুত।”
তিনি আরও জানান, বিএনপি এবং জিয়া পরিবারের নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে শক্তিশালী ও সংগঠিত ভূমিকায় অবতীর্ণ হবে। সংগঠনের ত্যাগ ও সংগ্রামের ঐতিহ্যকে কোনোভাবেই থামানো যাবে না।
এই প্রতিবেদনটি আবারও প্রমাণ করে যে—প্রচণ্ড দমন-পীড়নের মধ্যেও সত্যিকার দেশপ্রেমিকরা থেমে যায় না।
বরং তাদের সাহস, ত্যাগ ও সংগ্রামই জাতির সামনে এক আদর্শ দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।
জিয়া প্রজন্মদলের এই বলিষ্ঠ ভূমিকা আগামী দিনেও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সহায়ক হবে বলে জনমনে প্রত্যাশা।
মন্তব্য করুন