আব্দুল আজিজ কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার তিতাসের তালিকাভুক্ত মাদক সম্রাট সেকান্দর আলীসহ ২জনকে আটক করেছে তিতাস থানা পুলিশ। অপর আসামী মাদক মামলায় সাজাপ্রাপ্ত বিল্লাল হোসেন। গত ৬জুলাই তারিখ দিবাগত রাতে এসআই আবুল বাশার ও এএসআই সুজন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরাম পুর গ্রামের আব্দুর রবের ছেলে মাদক কারবারী বিল্লালের বিরুদ্ধে ৩টি মাদক মামলা ওয়ারেন্ট ও একটি মামলায় ১বছর ৬ মাসের সাজা রয়েছে। অপরদিকে তিতাসের মাদক সম্রাটখ্যাত একাধিক মামলার আসামি শাহপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সেকান্দার আলী। এলাকাবাসীর সূত্রে জানা যায়, সেকান্দার আলীর বিরুদ্ধে পূর্বেও পুলিশের পাশাপাশি র্যাব-১১ ফেন্সিডিলসহ গ্রেফতার করে মাদক মামলায় জেল হাজতে পাঠিয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একটা প্রভাবশালী মহলকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরেই সে মাদকের জমজমাট ব্যবসা করে আসছে। মাদকের টাকায় কোটি টাকার বহুতল ভবন তৈরীর করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তিতাস থানার ওসি শহিদ উল্যাহ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাজা ও গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন