কবিঃ- জেসমিন জাহান নিপা
আমার মুজিব বঙ্গবন্ধু
বিশ্ব জুড়ে জানে
কবি লিখেন তোমার খ্যাতি
কবিতা আর গানে।
শেখ মুজিবুর ডাকছে তোমায়
বাংলায় আবার ফিরে
একাত্তরের স্বাধীনতা
ছিলো তোমায় ঘিরে।
স্বাধীন দেশে চলার খুশি
ভাবি আপন মনে
মুক্তিযুদ্ধের সম্ভাবনা
তোমার উদ্ভাবনে।
সত্যিই তুমি বীর বাঙ্গালী
স্বীকার করে সবে
স্বাধীনতা ফিরে পেলো
বাংলার মানুষ যবে।
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
গর্ব করে বলি
বুখ ফুলিয়ে মুখ ফুটিয়ে
তাইতো আমরা চলি।
ফরিদ পুরের নয়কো ছেলে
যেনো মানিক রতন
ঘাতক সেনা দলের কারন
হয়নি তোমার যতন।
অনাহারে অর্ধাহারে
গরীব দুখী যতো
সবার সুখে থাকতে পাশে
দুখে রীতিমতো।
মন্তব্য করুন