আহসান হাবিব সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাভারে চলন্ত মেশিনে হাত ঢুকে যাওয়ায় এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম রাকিব খান (২০)
। এ ঘটনাটি ঘটেছে সাভারের বনগাঁ ইউনিয়নের সাদা পুর গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
জানাগেছে বৃহস্পতিবার সাদাপুরের এম এম আয়ুর্বেদিক ফার্মার মিক্সচার মেশিন অপারেটর রাকিব খানের হাত অসাবধানতা বশত ভেতরে ঢুকে যায়।
সকাল ১০টার দিকের এ ঘটনার প্রায় ২ঘন্টা পর তাকে সাভার থানা রোডের একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্য জামাল খান অভিযোগ করে জানান কারখানার মালিক মনির হোসেনের অবহেলার কারনে রাকিব খান মারা গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে এম এম আয়ুর্বেদিক কারখানার ম্যানেজার ইমরান মুঠো ফোনে জানান যিনি মারা গেছেন তার আত্মীয় স্বজনরা এসেছে আমি দুরে অবস্থান করায় এ বিষয়ে কিছু জানিনা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।
মামলার প্রস্তুতি চলছে।।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ