আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।আটাত্তর বছরের ডোনাল্ড ট্রাম্প আবার বিশ্বের সবচে ক্ষমতাশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত। বিরল ইতিহাস গড়ে তিনি আমেরিকান ও বিশ্ববাসীকে চমকে দিয়েছেন। ক্ষমতাসীন ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে এক তরফা লড়াইয়ের পর ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ম্যাজিক সংখ্যা ২৭০টি নিশ্চিত করেছেন তিনি।
বুধবার (৬ নভেম্বর) জয়ের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প ২৭০টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭টি । অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। এখন পর্যন্ত বাকি আছে ৩৫টি ইলেকটোরাল কলেজ ভোট।
ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে যখন প্রথম প্রেসিডেন্ট হন, তখন প্রতিপক্ষ ডেমোক্র্যাটরা তাঁকে আমেরিকা ও গণতন্ত্রের শত্রু বলেছিলো। এবার সেসব আক্রমণের পাশাপশি পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছেন। সেই ট্রাম্প গোটা বিশ্বকে চমকে দিয়ে বিপুল ব্যবধানে কমলা হ্যারিসকে হারিয়েছেন। সব নিন্দা সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প, জয় করেছেন সংখ্যাগরিষ্ঠ আমেরিকানের মন। তাই আমেরিকানরা আবার তাকে প্রেসিডেন্ট দেখতে চায়।
এর আগে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্র্যাট হিলারী ক্লিন্টনকে পরাজিত করেন। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প হেরে যান আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের কাছে। কারচুপি করে তাঁকে হারানোর অভিযোগ এনেছিলেন ট্রাম্প। সেই নির্বাচনের আগে-পরে ট্রাম্পের রাজনীতি ও রাজনৈতিক সহিংসতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিলো আমেরিকা ও বিশ্বে। এবার যেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সেজন্য ডেমোক্র্যাট শাসনামলে তাঁর বিরুদ্ধে বহু মামলা ও নানা অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু সব বাধা টপকে ট্রাম্প শুধু নির্বাচনের লড়াইয়েই পৌঁছাননি, চিরপ্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট এবং আমেরিকার দ্বিতীয় নারী প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে সহজে বড় জয় পেয়েছেন।
ডেমোক্র্যাটিকদের এবারও আশা ছিল আমেরিকার গণতন্ত্রের দুইশ বছরের ইতিহাসে কমলা হ্যারিস প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নাম লেখাবেন; তা ব্যর্থ করে ইতিহাস গড়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ