আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে বিজয় র্যালী করেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।
গতকাল মঙ্গলবার বিকালে ২৪’র জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের’ বর্ষপূর্তি উপলক্ষে এ বিজয় র্যালি করা হয়।
কুমিল্লা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের নেতৃত্বে মাছিমপুর বাজার থেকে র্যালিটি বের হয়ে বাতাকান্দি সড়ক প্রদক্ষিণ শেষে মাছিমপুর হাইস্কুলের সংক্ষিপ্ত সমাবেশ করেন।
তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবের মহানায়ক তারেক রহমানের পরিকল্পনায় আওয়ামী ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। ইতিহাস প্রমান করে অভুত্থানের মাধ্যমে পতিত শাসকরা আর ফিরে আসেনি; শেখ হাসিনাও আর ফিরে আসবে না।
বিজয় বার্ষিকীতে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ফ্যাসিস্টরা আর রাজনীতির ময়দানে ফিরতে পারবে না।”
র্যালিতে হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।
মন্তব্য করুন