1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
জুলাই অভ্যুত্থানের ১১ মাস পর দাউদকান্দিতে আরো একটি হত্যা মামলা - দৈনিক শীর্ষ অপরাধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন রাত ৮:৫০ ২৩শে আষাঢ়, ১৪৩২ ৭ই জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম :
তিতাসের শাহপুরের মাদক সম্রাট সেকান্দরসহ ২জনকে আদালতে প্রেরণ ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত অঢেল সম্পদের হিড়িকআজিমপুর গণপূর্ত প্রকৌশলীর আমলনামা ভয়ংকর! জুলাই অভ্যুত্থানের ১১ মাস পর দাউদকান্দিতে আরো একটি হত্যা মামলা ডেমরায় বিএনপির দোয়া মাহফিল: খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রার্থনা তিতাসের রামভদ্রায় প্রতিপক্ষের ড্রেন নির্মাণে ঝুঁকিতে বিল্ডিং, অদৃশ্য ক্ষমতার প্রভাব দেখিয়ে মানছে না বিচার-শালিশ তিতাসে ২০টি মামলার আসামী মাদক কারবারি সাত্তার ইয়াবা ও গাজাসহ গ্রেপ্তার ডিস-ইন্টারনেট ব্যবসার শেয়ার বিক্রির নামে শিক্ষক দম্পতির প্রতারণা দাউদকান্দিতে বিএনপির কমিটি গঠন নিয়ে সহিংসতা, হামলায় আহত উপজেলা নেতা ঝিনাইদহে সাপ নিয়ে খেলা করতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল এক কিশোরের

জুলাই অভ্যুত্থানের ১১ মাস পর দাউদকান্দিতে আরো একটি হত্যা মামলা

  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ আব্দুস সবুর, সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, সাবেক মেয়র নাইম ইউসুফ সেইনসহ ৩৮ জনকে আসামী করা হয়েছে। এছাড়া মামলায় ১০০ থেকে ১৫০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাযায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ৫ আগষ্ট তিতাস উপজেলার সিএনজি চালক সুলতান মিয়া ছাত্রজনতার পক্ষে দাউদকান্দির গৌরীপুর বাজারে মিছিলে অংশগ্রহণ করে।

ওই সময় এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আওয়ামীলীগের অস্ত্রধারী সন্ত্রাসী গৌরীপুর বাজারের সামনে অবস্থান করিয়া দেশীয় তৈরী অস্ত্রের মহড়া প্রদশর্ন করে। একপর্যায়ে আসামীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দ্বারা আন্দোলনরত ছাত্রজনতাকে লক্ষ্য করিয়া এলোপাতারী গুলিবর্ষণ করলে মোঃ সুলতান মিয়া গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় সুলতান মিয়েকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে পথেই মারা যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

পরবর্তীতে ঢাকা মেডিকে নেওয়ার পর ময়না তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিকট লাশ রেখে দেন। ৭আগষ্ট দুপুরে শাহবাগ থানার পুলিশ সুলতানের মরদেহের সুরতহাল এবং ময়না তদন্ত শেষে পরিবারের নিকট বুঝাইয়া দেন।

মামলার বাদি রেহানা বেগম বলেন, গত বছর ছাত্র জনতার আন্দোলনে গিয়ে আমার স্বামী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর থেকে ছেলে মেয়ে নিয়ে কোন রকমে বেচে আছি। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামীকে যখন হারিয়েছি মামলা করে আর কি হবে এমনটা ভেবে এতোদিন মামলা করতে দেরি হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, গত বছরের ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে সুলতান নামে একজন নিহত হওয়ার ঘটনায় ৩০ জুন মামলা হয়েছে। এর আগে রিফাত ও বাবু হত্যার ঘটনায় আরো তিনটি মামলা রয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2012- 2024

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights