আবুবকর সিদ্দিক: গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পালিয়েছে সাউথইস্ট ব্যাংক দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার শাখার এক কর্মকর্তা।
রোববার (০৪ মে) বিষয়টি টের পেয়ে শাখা ব্যবস্থাপকের নেতৃত্বে রাতেই ওই কর্মকর্তার স্ত্রীকে বাড়ি থেকে ডেকে এনেও সেই প্রতারকের কোনো সন্ধান পায়নি বলে জানা গেছে। সোমবার (০৫ মে) দুপুরের দিকে সরেজমিনে গিয়ে ব্যবস্থাপক কামরুজ্জামানের নিকট এব্যাপারে জানতে
চাইলে তিনি তথ্য দিতে দুইদিন সময় চেয়ে বলেন,প্রধান কার্যালয় থেকে উর্ধ্বতন কর্মকতারা এসে অডিট করছে। অডিট শেষ হওয়ার পূর্বে কিছুই জানানো সম্ভব নয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ