মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
রবিবার (৫ মে ২০২৪) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল নাফিম রেষ্টুরেন্টে আয়োজিত সভাপতিত্ব করেন কলম একাডেমি লন্ডন ইউএই চ্যাপ্টারের সভাপতি আবু তৈয়ব চৌধুরী। সংগঠনের উপদেষ্টা ও ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাফর উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় কবি ফরহাদ হোসেইন এর কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও লেখক জাহাঙ্গীর কবির বাপ্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার ও রফিকুল ইসলাম রোমান প্রমুখ।
এ সময় জন্মদিনের উপহার সরূপ আগত অতিথিদের মাঝে কবি ফরহাদ হোসাইন এর রচিত সাম্প্রতিক কালে প্রকাশিত একক কাব্য গ্রন্থ "উপদ্রুত উপকূলের কান্না" এর কপি বিতরণ করা হয়। এছাড়াও সভায় তিনি খুব শীগ্রই দেশ বিদেশে ভ্রমনের উপর রচিত তার লেখা প্রবন্ধ "পথে পথে দেশে দেশে" প্রকাশিত হবে বলে জানান।
সভাপতির বক্তব্যে- কবি আবু তৈয়্যব চৌধুরী ফরহাদ হোসাইনের সৃজনশীলতা ভূয়সী প্রশংসার পাশাপাশি সকল কলম সৈনিকদের লেখালেখির মাধ্যমে কলম একাডেমি লন্ডনের কর্মকাণ্ড বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার আহবান জানান।
আলোচনা শেষে মাওলানা মমতাজ আল ক্বাদেরীর পরিচালনায় ফরহাদ হোসাইন এর সর্বাঙ্গীণ উন্নতি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ জাতির সার্বিক কল্যান কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ