দাউদকান্দি প্রতিনিধি: মো: জুয়েল রানা:
কুমিল্লার দাউদকান্দিতে একত্রে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মুজিব মিয়ার বাড়ী থেকে আমিনুল ইসলাম(৪৫) ও তার স্ত্রী মালেকা বেগম(৪০) মরদেহ উদ্ধার করা হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক রাজিব এ তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
নিহত আমিনুল ইসলাম তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের অমরপুর গ্রামের আব্দুল মান্নান মুন্সির ছেলে এবং মালেকা বেগম বুড়িচং উপজেলার ছাদবপুর গ্রামের নোয়াব মিয়ার মেয়ে। মালেকা বেগম তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা(নার্স) পদে কর্মরত বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন।
বাড়ীর মালিক প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী নার্গিস বেগম জানান, ছয় মাস আগে আমিনুল ইসলাম ও মালেকা বেগম স্বামী স্ত্রী পরিচয়ে আমাদের বিল্ডিংয়ে সাবলেটে একটি রুম ভাড়া নেয়। তারা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকেলে আসতো আবার শনিবার চলে যেত। গতকাল এসে রুমে যাওয়ার পর থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দরজা খুলেনি। পরে এলাকাবাসীকে জানালে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে তাদের মৃত অবস্থায় দেখতে পায়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ