1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
বিকাল ৪:৫৩ ৮ই পৌষ, ১৪৩১ ২৩শে ডিসেম্বর, ২০২৪
Title :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দেশে সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ কিশোর গ্যাংয়ের হাত থেকে ছোট ভাইকে উদ্ধার করতে যেয়ে বড় ভাই হারালেন নিজের প্রান নিখোঁজের দুই মাস পর বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার আশুলিয়ায় স্বামী-স্ত্রী সহ পাঁচ বছরের শিশুর মৃত্যু। গাইবান্ধায় প্রতিবন্ধীদের অধিকার,সুরক্ষা ও শনাক্তকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।। প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ। ফারস গ্রুপের চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন বন্যার্তদের জন্য ৬৫ লাখ টাকা প্রদান। বিরামপুর বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু সংশয়ে জীবনের ঝুঁকি ফারইষ্ট লাইফ এর ঢাকা বিভাগীয় জোন ইনচার্জ কনফারেন্স অনুষ্ঠিত টাঙ্গাইলের কালিহাতীতে ৬ ডাকাত গ্রেপ্তার জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ,নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা রেল সেতু’। ৩০০ মিলিয়ন ডলার পাচার : শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ৩৭ তম সাধারণ সভা অনুষ্ঠিত। টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগ নদীতে উপদেষ্টা হাসান আরিফ আর নেই। নারায়নগঞ্জে লেকের পাড়ে ভেসে উঠলো অজ্ঞাত নারীর মরদেহ

তিতাসে মৎস প্রকল্পের মাছ প্রকাশ্য দিবালোকে লুট করে নেয়ার অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
  • 64 Time View

আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে দীর্ঘদিনের চাষকরা মৎস প্রকল্পের মাছ প্রকাশ্য দিবালোকে লুট করে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের মৎসখামারী মোঃ নাজির হোসেন ও তার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন প্রতিপক্ষ এহসান গংয়ের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, মানিককান্দি ভূইয়া বাড়ী জামে মসজিদ কমিটির নিকট থেকে মৎস প্রকল্পটি ৫বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করেন একই গ্রামের মোঃ আবুল কালাম মোল্লার ছেলে মোঃ নাজির হোসেন।

কিছুদিন যাবৎ প্রতিপক্ষ এহসান, নূরে আলম, মোকাররম, আব্দুল লতিফ, স্বপন মিয়া, সুমন মিয়া, বিল্লাল হোসেন, মনির হোসেন,মামুন,মুকতল হোসেন ও আলমসহ ৩০/৩৫জনের একটি গ্রুপ শ্যালো ইঞ্জিন বসিয়ে প্রকল্পের পানি সেচে মাছ ধরার মহোৎসব চালাচ্ছে।

অভিযোগের ভিত্তিতে ৪ডিসেম্বর বুধবার বিকালে সরেজমিনে ঘটনাস্থলে গেলে এমনই দৃশ্য দেখা যায়।
মৎস প্রকল্পটি থেকে শ্যালু ইঞ্জিনের মাধ্যমে একদিকে পানি সেচের কাজ চলছে এবং অন্যদিকে শুকিয়ে যাওয়া পাশ থেকে চাষকৃত মাছ ধরে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা।

নাজির হোসেন এর মা মোসাঃ তাহেরা বেগম বলেন, প্রকল্পে আমার ছেলে মাছ চাষ করেছে। গত কিছুদিন ধরে মিশিন দিয়া পানি সরাইয়া মাছ ধইরা নিতাছে। এমন ৫টা প্রকল্পের মাছ ধইরা নিয়া গেছে তারা। এর আগে আমাদের ঘর-বাড়ী আগুন দিয়া পুড়াইয়া দিছে। আমরা ভয়ে ভয়ে বাড়ীতে থাকি।

অভিযোগের বিষয়ে মানিককান্দি গ্রামের এহসান মিয়া জানান, প্রকল্পের ভিতরে আমাদের ৩জনের নামে ৩১শতক জমি আছে। আমাদের জমি কারো কাছে না বলে জোর করে এতদিন আবু মোল্লার লোকজন মাছ চাষ করেছে। এখন আমরা ফসল করার জন্য পানি সেচতেছি।

দলিল মূলে জায়গার একাংশের অপর মালিক, মোঃ নূরে আলম বলেন, কে মাছ চাষ করছে জানি না। আমাদের জমিতে ফসল করার জন্য আমরা পানি সেচতেছি। তিনি বলেন, আমাদের জায়গা মসজিদ কমিটি লিজ দেয়ার কে? যদি তেমনটি হয়, কাগজপত্র দেখাতে বলেন।

এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো. কাউসার ভূঁইয়া বলেন, পুকুরটি মসজিদ কমিটি থেকে লিজ নিলেও পুরো টাকা দেয়নি। আবু মোল্লা পূর্বে জোরপূর্বক এসকল জমি গুলো ভোগ দখল করছে। তবে প্রজেক্টের মাছ গুলো নাজির চাষ করেছেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ভূঁইয়া জানান, মসজিদের ১২শতাংশ জায়গা ৪০হাজার টাকার বিনিময়ে ৫বছরের জন্য লিজ দেয়া হয়েছে। যারা ৩১শতক জায়গার দাবি করছে, তাদেরটা শুকনা জমি-পানি বৃদ্ধি পেলে সেখানে তলায়-মূল পুকুর আমাদের মসজিদের জায়গাটি।

একই কথা জানালেন মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ ফরহাদ ভূঁইয়া, তিনি বলেন, আমরা নাজির ভূঁইয়ার কাছে ৫বছরের জন্য টাকা নিয়েই লিজ দিছি। কোন জোর করে মাছ চাষ করেনি। তবে ৩১শতাংশ জমির মালিক যারা দাবি করছে-তাদের জায়গা মসজিদের জায়গার পশ্চিম দিকের শুকনা জমি।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2012- 2024

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights