নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালেদ মুনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সাংবাদিক মোল্লা জালালকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজন ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে।
২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি হন মোল্লা জালাল।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ