সামিমা আক্তার:
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে পিরোজপুর থেকে অপহৃত কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার করে অভিভাবকের নিকট বুঝিয়ে দিয়েছেন পিরোজপুর জেলা পুলিশ। ঘটনার বিবরনে জানা যায় মোঃ শেখ তরিকুল ইসলাম রাজীব পিতাঃ নুরুল ইসলাম, গ্রামঃ হোরের হাওলা, থানা ও জেলাঃ পিরোজপুর গত ৩ অক্টোবর থানায় অভিযোগ করেন তার শ্যালক মোঃ আল আমিন হাওলাদার এর মেয়ে সিনথিয়া আক্তার রুমি(১৩) বিগত ৩ অক্টোবর ২০২৪ তারিখ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি । অনেক খোজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় পুলিশের শরনাপন্ন হন এবং পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। পুলিশ সুপার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন উক্ত ভিকটিম সিনথিয়া আক্তার রুমিকে তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কোতোয়ালী থানার সহায়তায় গত ৩ তারিখে রাতে বরিশাল চাঁদমারী এলাকা থেকে উদ্ধার করে। তরিকুল ইসলাম রাজীব ও ভিকটিমের পিতা মোঃ আল আমিন হাওলাদার তাদের মেয়েকে পেয়ে পিরোজপুর জেলা পুলিশের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ