জামালপুর প্রতিনিধিঃ
ইসলামপুর থানার পুলিশ গোপাল সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ১২ বস্তা জিরা আটক করেছে। পাঁচ সেপ্টেম্বর শনিবার দুপুরে ঝগড়ারচর থেকে জামালপুর আসার পথে ডিগ্রির চর মিয়াবাড়ী ব্রিজ উপর থেকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঝগড়াচড় বাজারের মের্সাস শরীফ এন্টারপ্রাইজের মালিক মোঃ সাজু মিয়ার দোকানে চোরাই পথে আসা বর্ডার ক্রস ১২ বস্তা ইন্ডিয়ান জিরা বিক্রি করে জামালপুর শহররস্ত রানিগঞ্জ বাজারের মের্সাস শহীদুল এন্টারপ্রাইজের মোঃ শহিদুল ইসলামের কাছে । ওই জিরা ইসলামপুর ডিগ্রি চর বালিয়ামারী মিয়া বাড়ি ব্রিজ উপর অভিযান চালিয়ে আটক করে ইসলামপুর থানা পুলিশ।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ ঘটনা সত্যতার নিশ্চিত করে বলেন অবৈধ পথে আসা ১২ বস্তা জিরা ভর্তি একটি অটো রিক্সার চালক আটক করা হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ