নিজস্ব প্রতিবেদক : রাজধানীজুড়ে লাখো জনতার উচ্ছ্বাস দেখা গেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা জমায়েত হয়েছেন। এদিকে শাহবাগেও একই অবস্থা দেখা গেছে। তারা মিছিল বের করেছেন। উল্লাস প্রকাশ করছেন।
এর আগে ঢাকায় বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে আসতে দেখা যায় শিক্ষার্থী ও জনতাকে। এদিকে রাজধানীর আফতাব নগরে জড়ো হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ