আব্দুল আজিজ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার রামভদ্রা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত একটি একতলা ভবনের পাশে মাটি কেটে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ভবনটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগী প্রবাসী মো. বাবুল মিয়া ও তার পরিবারের অভিযোগ, বাতাকান্দি বাজারের 'মতিন মাইক সার্ভিস'-এর মালিক আব্দুল মতিন ও তার ছেলে শাহাপরান পূর্ব-পরিকল্পিতভাবে তাদের ভবনের পশ্চিম পাশ ঘেঁষে সীমানার মাটি কেটে ড্রেন নির্মাণ করছেন। এতে বর্ষায় পানি নামার সময় ভবনের ভিত্তির মাটি সরে গিয়ে বিল্ডিংটি ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় পঞ্চায়েতরা কয়েকবার বৈঠক করে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করলেও মতিন মিয়ার পরিবার কোনো শালিশ মেনে নিচ্ছে না বলে জানা গেছে। এমনকি ৫ লাখ টাকা চাঁদা দিলে মিমাংসা করা যাবে—এমন দাবিও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।
ভুক্তভোগী বাবুল মিয়ার স্ত্রী রেহেনা আক্তার তিতাস থানায় ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।
গত ২৬ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, বিল্ডিংটির একেবারে পেছনের অংশ ঘেঁষে মাটি কেটে ড্রেন তৈরি করা হয়েছে। ভবনের নিচের অংশে পানি প্রবাহিত হওয়ার কারণে মাটির ক্ষয় দেখা যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, অতিবৃষ্টিতে ভবনের ভিত্তি দুর্বল হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বাবুল মিয়ার পরিবার দাবি করে, ১৫-১৬ বছর আগে আলোচনার ভিত্তিতে এবং মাপজোক করে তারা বিল্ডিং নির্মাণ করেছিলেন। এতদিন পর এসে মতিন মিয়া জায়গা নিয়ে বিরোধ তৈরি করছেন।
বাবুল মিয়ার ছেলে রিয়াদ বলেন, “আমরা দুইজনই প্রবাসে। বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই। মতিন মিয়ার ছেলে শাহাপরান ফোনে হুমকি দিয়েছে—বিল্ডিং রক্ষা করতে চাইলে ৫ লাখ টাকা দিতে হবে। আমরা নিরুপায় হয়ে সাংবাদিক ও প্রশাসনের সহায়তা কামনা করছি।”
স্থানীয় সমাজসেবক হাজী মো. কামাল হোসেন ফকির জানান, “আমরা বারবার বসার চেষ্টা করেছি। কিন্তু মতিন মিয়ার ছেলে উগ্র মেজাজের হওয়ায় সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল মতিন মিয়ার সঙ্গে কথা হলে তিনি সাংবাদিকদের সামনে এলোমেলো বক্তব্য দেন। তিনি ড্রেন নির্মাণের বিষয়টি স্বীকার করলেও জমির মালিকানা দাবি করে বলেন, “আমার জায়গা, চাইলে পুকুরও করবো। পুলিশ কিংবা কারো কথার পরোয়া করি না।” তবে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগটি তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ও এলাকাবাসী।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ