1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন রাত ৩:৪২ ২৬শে চৈত্র, ১৪৩১ ৯ই এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম :
প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ০৯-০৪-২৫ ইং বিজিএমইএর নির্বাচনী জোট “ফোরামের” কার্যালয় উদ্বোধন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন- স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার চুরির দায়ে হেডমাস্টার সায়েদুল সাসপেন্ড, বিভাগীয় মামলা। কুমিল্লার তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি কুমিল্লায় যৌথ বাহিনী কর্তৃক অস্ত্রসহ সন্ত্রাসী আটক বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কারাগারে

হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী

  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৫ Time View

নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল (২০২৫) থেকে চলতি বছরের হজযাত্রীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। কিন্তু ১০ হাজার বাংলাদেশির হজ গমন অনিশ্চয়তার মুখে পড়েছে। দুই দফা সময় বাড়িয়ে গত ৩ এপ্রিল (২০২৫) রাত ১২টায় সৌদিতে হজযাত্রীদের বাড়ি ভাড়ার সময় শেষ হয়েছে। এখনও প্রায় ১০ শতাংশ বেসরকারি হজযাত্রীর বাড়ি ভাড়া না করায় এসব হজযাত্রী অনিশ্চয়তার মুখে পড়েছেন। সৌদি সরকার হাজীদের বাড়ি ভাড়া করার সময় আর না বাড়ালে এবার এসব হজযাত্রীরা হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।

যদিও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সহ-সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ বার্তা২৪.কমকে বলেছেন, ‘মূলত সৌদি আরবে সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল, আর এক-দুইটি কর্মদিবস পেলেই বাড়ি ভাড়ার কাজ শেষ হয়ে যাবে- ইনশাআল্লাহ। এজেন্সির মালিকরা প্রায় সবকিছু প্রস্তুত করে রেখেছেন, শুধু ব্যাংকে টাকাটা জমা দিতে পারলেই সব শঙ্কা কেটে যাবে।’

এদিকে শনিবার (৫ এপ্রিল ২০২৫) ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবে এখনও বাড়ি-হোটেল ভাড়া সম্পন্ন হয়নি এমন হজ এজেন্সির তথ্য চেয়ে জরুরি চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, সৌদি আরবে বাড়ি/হোটেল ভাড়া নির্ধারিত সর্বশেষ সময়ের মধ্যে সম্পন্ন হয়নি এমন এজেন্সির তথ্য সম্বলিত রিপোর্ট সৌদি ই-হজ সিস্টেমে আপলোড এবং সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়কে শনিবারই (৫ এপ্রিল) বাংলাদেশ হজ অফিস, জেদ্দার মাধ্যমে অবহিত করা হবে। সে লক্ষ্যে বাড়ি/হোটেল ভাড়া সম্পন্ন না হওয়া হজযাত্রীর সংখ্যা ও অনলাইনে ভাড়া সম্পন্ন না হওয়ার কারণ সম্বলিত রাত ৮টার মধ্যে নির্দিষ্ট ছক অনুসারে জরুরি ভিত্তিতে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১শ’ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার জন হজে যাবেন। এসব সরকারি হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে আগেই। আগামী ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ অথবা ৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

জানা গেছে, ঈদের ছুটিকে কেন্দ্র করে অধিকাংশ সৌদি মোয়াল্লেম অফিস বন্ধ ছিল। বাংলাদেশি হজ এজেন্সিগুলোর মালিক প্রতিনিধিরা মক্কা-মদিনায় অলস সময় কাটাচ্ছেন। মোয়াল্লেম অফিস ও ব্যাংক বন্ধ থাকায় তারা বাড়ি ভাড়া করে মোয়াল্লেম অফিসের সঙ্গে চুক্তি করতে পারছেন না। ব্যাংক বন্ধ থাকায় বাড়ি ভাড়ার টাকা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না।

৩ এপ্রিল, বৃহস্পতিবার (২০২৫) সৌদি স্থানীয় সময় রাত ১২টায় হাজীদের বাড়ি ভাড়ার সময় শেষ হয়েছে। এর পর সৌদি সরকার হাজীদের বাড়ি ভাড়ার সময় বাড়ানো না বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। তবে সময় আর না বাড়ালে প্রায় ১০ হাজার বাংলাদেশি হজযাত্রী এবার হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। বিষয়টি নিয়ে বাংলাদেশি হজযাত্রী ও এজেন্সির মালিকরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

হাফেজ নূর মোহাম্মদ বাড়ি ভাড়া কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে হাজীদের বাড়ি ভাড়ার সময়সীমা আরও কয়েকদিন বাড়ানোর জন্য ধর্ম মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বাংলাদেশের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম ভেঙে পড়বে যোগ করেন তিনি।

জানা গেছে, ৩ এপ্রিল পর্যন্ত প্রায় ৭০-৭২ হাজার বাংলাদেশি হজযাত্রীর মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, নির্ধারিত সময়ে বাড়িভাড়া সম্পন্ন না করতে পারায় ২৫ মার্চ (২০২৫) হজযাত্রীদের বাড়িভাড়া ও পরিবহন চুক্তির সময় ১০ দিন বাড়িয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এজেন্সির মালিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে যাবতীয় কাজ শেষ করার কথা বলে।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজযাত্রীদের জন্য বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পাদন বিষয়ে সৌদি সরকার কর্তৃক ২৫ মার্চ নির্ধারিত ছিল। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় এই সময় ১০ দিন বৃদ্ধি করেছে। একই সঙ্গে বর্ধিত সময়ের মধ্যে কোনো হজ এজেন্সি বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পন্ন করতে না পারলে সেই এজেন্সির ইতোপূর্বে মিনার তাঁবু ও সার্ভিস কোম্পানির সঙ্গে সম্পাদিত সেবা চুক্তি বাতিল হয়ে যাবে এবং সেই এজেন্সির হজযাত্রী ২০২৫ সালে হজে যেতে পারবেন না।

এ অবস্থায় ২০২৫ সালের হজে সব হজযাত্রীর হজে গমন নিশ্চিত করার লক্ষ্যে বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি বর্ধিত সময়ের মধ্যে নুসুক মাশার প্ল্যাটফর্মে আবশ্যিকভাবে সম্পাদনের জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়ে চিঠিতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত সময়ের মধ্যে উক্ত চুক্তি সম্পাদনে ব্যর্থ হলে এবং হজযাত্রীরা হজে যেতে না পারলে তার সব দায়দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2012- 2024

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights