গৌরাঙ্গ বিশ্বাস, কালিহাতি:
৫ এপ্রিল ২০২৫, শনিবার—কালিহাতি উপজেলার ঝিনাই নদীর তীরে প্রতিবারের মতো এবারও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মহা অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার পূর্ণার্থী এই পুণ্যস্নানে অংশগ্রহণ করেন। স্নান শেষে পূর্ণার্থীদের পোশাক পরিবর্তনের সুবিধার্থে কালিহাতি কেন্দ্রীয় জয় কালী বাড়ি মন্দির কর্তৃপক্ষ একটি বিশেষ প্যাভিলিয়নের ব্যবস্থা করেন।
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ও কঠোর নজরদারিতে স্নান কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে। এ উপলক্ষে জয় কালী বাড়ির মন্দির প্রাঙ্গণে বসেছে একটি বিশাল মেলা, যেখানে হাজারো মানুষের আগমন ঘটে।
শুধু কালিহাতিতেই নয়, আশেপাশের বেশ কয়েকটি এলাকায়ও মহা অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে রয়েছে ঘাটাইল এলেঙ্গা, হিঙ্গানগর দেলদুয়ার (টাঙ্গাইল), রতনগঞ্জ বল্লা ইত্যাদি।
পূর্ণার্থীদের মতে, এই মহা অষ্টমীর স্নানে অংশগ্রহণ করলে সকল পাপ মোচন হয়—এমন বিশ্বাসই তাদের প্রতি বছর এই স্নানে উদ্বুদ্ধ করে।
চাইলে এটা থেকে একটি সংবাদপত্র বা অনলাইন নিউজ পোর্টালের জন্য হেডলাইনসহ একটি রিপোর্ট বানিয়ে দিতে পারি। আপনে কি এটা কোনো নির্দিষ্ট জায়গায় পাবলিশ করবেন?
মন্তব্য করুন