নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৮টি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৫ এপ্রিল) দুপুর তিনটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের মার্ডারের চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হোসেন্দী ইউনিয়নের মার্ডারের চর গ্রামের হুমায়ূন গ্রুপ এবং পাশ্ববর্তী চর বলাকী গ্রামের মাহফুজ প্রধান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। ২০১৬ সালের ১৪ জুলাই চর বলাকী গ্রামে পাঁচজন খুন হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছানোয় দুই পক্ষই আবার সক্রিয় হয়ে ওঠে।
এদিন দুপুরে হুমায়ূন নিজ বাড়িতে তার সমর্থকদের খাওয়ানোর আয়োজন করেন। অভিযোগ রয়েছে, এ সময় মাহফুজ প্রধান গ্রুপের প্রায় ৬০-৭০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী হুমায়ূনের বড় ভাই মোহাম্মদ লিটু বলেন, “আমাদের লোকজন যখন খেতে বসেছে, তখন হঠাৎ মাহফুজ গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে আমাদের সাতজন আহত হন। পরে তারা অন্তত ৮টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়।”
লিটু জানান, হামলাকারীরা তার নিজের বাড়ি ছাড়াও হুমায়ূন, সুমন, সোহেল, দীপু, আসাদুজ্জামান ও আনিসের বাড়িঘরে ভাঙচুর চালায়।
অন্যদিকে, মাহফুজ গ্রুপের আহত সদস্য আনোয়ার প্রধান বলেন, “আমরা বিএনপি করি। শুনেছি হুমায়ূনের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতারা গোপন বৈঠক করছে। আমরা গিয়ে তাদের নিষেধ করতে গেলে উল্টো আমাদের ওপরই হামলা চালানো হয়।”
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন