1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন রাত ৩:৩১ ২৬শে চৈত্র, ১৪৩১ ৯ই এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম :
প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ০৯-০৪-২৫ ইং বিজিএমইএর নির্বাচনী জোট “ফোরামের” কার্যালয় উদ্বোধন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন- স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার চুরির দায়ে হেডমাস্টার সায়েদুল সাসপেন্ড, বিভাগীয় মামলা। কুমিল্লার তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি কুমিল্লায় যৌথ বাহিনী কর্তৃক অস্ত্রসহ সন্ত্রাসী আটক বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কারাগারে

আমতলীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৭ Time View

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) :
আমতলীতে নেশা করার টাকা না পেয়ে পলি বেগম (৪৫) নামের এক গৃহবধূকে ধারালো দা দিয়ে কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুড়া গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ মুমুর্ষ অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত স্বামীর নাম সাইদুর রহমান মৃধা (৫৫)।

শনিবার দুপুরে অভিযুক্ত সাইদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রামবাসী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার টেপুরা গ্রামের মৃত আব্দুল হাসেম মৃধার ছেলে সাইদুর রহমান মৃধা (৫৫) । ১৯৯৫ সালে তিনি বিয়ে করেন পাশ্ববর্তী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামের মৃত জব্বার মৃধার মেয়ে পলি বেগমকে। পলি বেগম ও সাইদুর রহমান দম্পতির রয়েছে আসাদুল ইসলাম (২৬) নামে এক ছেলে এবং সাদিয়া (২৯) ও ইমা (১৫) নামে দুই মেয়ে রয়েছে। সাইদুর ছিলেন স্বাস্থ্য বিভাগের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। চাকুরীর সুবাদে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলার স্বাস্থ্য দপ্তরে চাকুরি করেছেন। এসময় তিনি নেশার সঙ্গে জড়িয়ে পরেন। একাধিক বিয়ে করে আবার তা ছেড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাকুরী জীবনে নেশার কারনে কর্মস্থলে সহকর্মীদের সাথে মারধর এবং অশালীন আচারনের কারনে একাধিকবার সাময়িক বরখাস্ত ও হয়েছেন। ২০১৫ সালে সাময়িক বরখাস্ত কালীন সময়ে জাল টাকা রাখার অপরাধে ৩ বছর জেলও খাটেন সাইদুর। চাকুরীতে থাকার সময় কর্মস্থলে নানা ঝামেলাসহ সহকর্মীদের সাথে খারাপ আচনের কারনে চাকুরীর বয়স ২৫ হওয়ার পর পরিবারের সম্মতিতে অবসরে চলে আসেন। এসময় তিনি বাড়িতেই থাকতেন।

সাইদুরের চাচাত ভাই মাদরাসা শিক্ষক মো. জসিম মৃধা জানান, চাকরিরত অবস্থায় মাদকাসক্ত হয়ে পড়েন সাইদুর। নেশা করে সহকর্মীদের সাথে মামারি এবং খারাপ আচরনের কারনে একাধিকবার সাময়িক বরখাস্তসহ বিভিন্ন জায়গায় বদলীও হয়েছে। একাধিক বিয়ে করে তা আবার তালাকও দিয়েছেন বলেও তিনি জানান। তিনি আরো জানান, মাদকের টাকা সংগ্রহের জন্য জাল টাকা ব্যবসার সাথেও জড়িয়ে পরেন সাইদুর। ২০১৫ সালে জাল টাকাসহ আটক হয়ে ৩ বছর জেলও খেটেছেন। তিনি আরো বলেন, মাদকের টাকার জন্য স্ত্রী পলি বেগমকে প্রায়ই মারধর করতেন। শুক্রবার দুপুরে স্ত্রী পলি বেগমের নিকট নেশার জন্য টাকা দাবী করেন স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রী পলি বেগমের ডান হাতের কব্জি কেটে ফেলেন এবং শরীরের বিভিন্ন্ জায়গায় কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় পলি বেগমের ডাক চিৎকার শুনে স্বজন এবং প্রতিবেশীরা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেলার কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক ওই রাতেই তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। সাইদুর ও পলি দম্পতির ছেলে আসাদুল ইসলাম বলেন, শুক্রবার রাতেই নিটোরে মায়ের অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন সেখানে নিতে দেরি হওয়ায় হাতটি সংযোজন করা যায়নি। ঘটনার ছয় থেকে আট ঘণ্টার মধ্যে নিয়ে যেতে পারলে হাতটি জোড়া লাগানো যেত বলে যেত বলেও জানান চিকিৎসকরা। তিনি আরো বলেন, আমার বাবা একজন মানষিক ভারসাম্যহীন রোগী। যে কারনে তিনি মাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্নসহ জখম করেছেন।
গৃহবধূ পলি বেগমের হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় শনিবার সকালে তার ছোট বোন মিলি বেগম বাদী হয়ে আমতলী থানায় সাইদুর রহমানকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ শনিবার দুপুরে সাইদুরের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

আমতলী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর ইসলাম বলেন, গৃহবধূ পলি বেগমের কব্জি বিচ্ছিনের ঘটনায় মামলার পর অভিযুক্ত স্বামী সাইদুর রহমান মৃধাকে শনিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2012- 2024

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights