সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা)
গঙ্গা হলো পুণ্যদায়িনী, পাপ মোচন ও আত্মা পবিত্র করার আশায় হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান।
শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাড় বালাসিঘাটে জেলা শহর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ শিশু এসে পূণ্যলাভে গঙ্গাস্নান করেন।
এছাড়াও পুরাতন ফুলছড়ি, কামারজানি, কাপাসিয়া, হরিপুর, সাঘাটা, জুমারবাড়ি, সাদুল্লাপুর, পলাশবাড়ি, মহিমাগঞ্জ ও গোবিন্দগঞ্জের করতোয়া, তিস্তা, যমুনা, ঘাঘট, আলাই ও বাঙ্গালী নদী তীরবর্তী ৩০টি স্থানে গঙ্গাস্নান ও মেলার পসরা বসেছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ