আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে অনির্বাণ তরুন সংঘের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টের খেলায় অনির্বাণ তরুন সংঘের প্রধান উপদেষ্টা মো. নাসির উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হুমায়ূন কবির সরকার।
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের শিক্ষা উপদেষ্টা সাইমন ভূইয়া, স্বাস্থ্য উপদেষ্টা বিল্লাল হোসেন, কৃষি উপদেষ্টা মনির হোসেন, ক্রীড়া উপদেষ্টা মারুফ হোসেন, সভাপতি মাহবুব হোসেন, সাধারন সম্পাদক রাসেল সরকার, সহ-সভাপতি নূর মোহাম্মদ, সমাজসেবক মো. রিপন আহম্মেদ, মো. জামির হোসেন, জহির ভূঁইয়া, মো. জসিম উদ্দিন সরকার, মো. রিমন ভূঁইয়া, মো. নুরুল ইসলাম ও মো. মহিউদ্দিন সরকার প্রমুখ।
অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের খেলায় হুমায়ুন কবির সরকারের টিম “লায়ন্স” বনাম নাছির উদ্দিন সরকারের টিম “টাইগার” নামের দুইটি দল প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে টাইগার টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি লুফে নেন টিম লায়ন্স। এসময় এলাকার প্রায় শতাধিক ক্রিকেট প্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন। এছাড়াও টুর্নামেন্টের খেলার পূর্বে কেক কাটার মধ্য দিয়ে অনির্বাণ তরুন সংঘের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন সংগঠনটির সেচ্ছাসেবী সদস্যরা
মন্তব্য করুন