আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে রুবেল নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৪মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজিপুর গ্রামের বাস্তুহারা কলোনি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. রুবেল মিয়া(২৭) বাস্তুহারা কলোনির বাসিন্দা মৃত মো. আলী মিয়ার ছেলে। এই ঘটনায় একই কলোনির বাসিন্দা মো. জয়নাল আবেদীন ও তার ছেলে সুন্দর আলীকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ জানায়, গাজীপুর বাস্তুহারা কলোনির বাসিন্দা থানার ডোম হিসেবে পরিচিত মো. জয়নাল আবেদীনের ছেলে সুন্দর আলী এবং একই এলাকার মৃত মো. আলী’র ছেলে মো. রুবেল মিয়া একই সাথে চলাফেলা করে। তারা দুইজন মাদকাসক্ত। শুক্রবার সন্ধ্যায় এক শিশু সুন্দর আলীর ঘরের মধ্যে রক্ত দেখতে পেয়ে পাশের লোকজনকে জানালে লোকজন এসে দেখে রুবেলের নিথর রক্তাক্ত দেহ ঘরের মেঝে পড়ে আছে। পরে সুন্দর আলী ও তার বাবা জয়নাল আবেদীনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেন।
তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, ঘটনার খরব পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ইতিমধ্যে এঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন