নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় ধারাবাহিকতায় আগামী বছরের ও দুই ধাপে হবে বিশ্ব ইজতেমা। ২০২৫ সালের এই ইজতেমার প্রথম ধাপ শুরু হবে ৩১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ শুরু হবে এক সপ্তাহ পর ৭ ফেব্রুয়ারি।
সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথম ধাপের ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হবে ১ ও ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি।
তিনি বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর, প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজ নির্মাণ, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিলেও মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা উপস্থিত হননি। তবে দুপক্ষের মতামতের ওপর ভিত্তি করেই দুই ধাপের ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, দুই ধাপের ইজতেমার দিনক্ষণ ঘোষণা করা হলেও তাবলিগের দুপক্ষের কোন পক্ষ কোন ধাপের ইজতেমায় অংশ নেবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।
বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারিরা অংশ নিলেও মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা উপস্থিত হননি।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ