আজাদ ইসলাম:ঃ
লায়ন্স ইন্টারন্যশনাল এর ড্রিস্টক ৩১৫ ব ১ কতৃক আয়োজিত অক্টোবর সার্ভিস সেবা মাস উপলক্ষে রেলি আয়োজন করে, উক্ত রেলিতে লায়ন্স ক্লাব অফ ঢাকা রিজেন্সি অংশ গ্রহন করে। উক্ত রেলি প্রধান অতিথি হিসেবে ছিলেন আইডি এন্ডোরসি নাজমুল হক PMJF, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ বাংলাদেশ এর গভর্নর লায়ন আশরাফ হোসেন খান হিরা (MJF) ও তদ্বীয়পত্নী আরো উপস্থিত ছিলেন ৩১৫-বি১, ১ম ভাইস গভর্নর ড. সারোয়ার জাহান জামিল (MJF), ২য় ভাইস গভর্নর লায়ন মাজহারুল আনোয়ার শাহজাহান (MJF), পিডিজি শফিকুল আজম ভূইয়া, ৩১৫-বি১ এর কেভিনেট সেক্রেটারী, কেভিনেট ট্রেজারার, লায়ন্স ক্লাব অব ঢাকা রিজিন্সির প্রেসিডেন্ট লায়ন আশরাফুল ইসলাম শামিম ও সেক্রেটারি লায়ন রাশেদুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দসহ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন