আব্দুল আজিজ তিতাস উপজেলা প্রতিনিধিঃ
০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চলমান অভিযানে কুমিল্লা জেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মোহাম্মদ মোতাব্বির হোসেন জনি (৩৫) নামক এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। ০৪ অক্টোবর ২০২৪ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৬ নং ময়নামতি ইউনিয়নের সুন্দুরিয়া পাড়া, বুড়িচং এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে জনির কাছ থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি এয়ারগান, ১৪টি দেশীয় তলোয়ার, ১টি লোহার তৈরি চা কতি, ৩টি চা কু, ৫টি স্টিক ও ৪,৫০,০০০.০০ টাকা। আটককৃত সন্ত্রাসী এবং উদ্ধারকৃত অস্ত্র বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, জনি ফারজানা ট্রান্সপোর্টের মালিক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের আপন ভাগিনা। বুড়িচং থানার অফিসার ইনচার্জ জানান, জনির বিরুদ্ধে এর আগেও মামলা ছিল এবং তাকে কুমিল্লা আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীরা আটক না করা হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ