সোহরাব হোসেন মুন্না
করেসপন্ডেন্ট, রায়পুরা,নরসিংদী :
নরসিংদীর ৩য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ন ম ইলিয়াস আসামীর উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০০০০(বিশ হাজার) টাকা অর্থদন্ডের রায় ঘোষণা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট খন্দকার হালিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন, দন্ডপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলম (২৭) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা, সে ঢাকার কেরানীগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন, নিহত ইয়াসমিন আক্তার রিতা (৩৫) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীনগর এলাকার বাসিন্দা মোঃ কবির মিয়ার মেয়ে সে নরসিংদী জেলার পলাশ উপজেলার তারাগাঁওয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক অফিসে রান্নার কাজ করতেন এই সুবাদে রিতা ব্র্যাক অফিসেই থাকতেন, রিতার সাথে জাহাঙ্গীরের প্রেমের সম্পর্ক হওয়া পর থেকে প্রায় সময় জাহাঙ্গীর রিতার কাছে আসা যাওয়া করতেন, ৭ অক্টোবর ২০২২ সালে রাতেবেলা জাহাঙ্গীর ব্র্যাক অফিসে রিতার সাথে দেখা করতে আসেন এইসময় রিতা জাহাঙ্গীরকে প্রতিবারের ন্যায় এবারও বিয়ের কথা বলেন জাহাঙ্গীরও প্রতিবারের মতো বিয়ে করতে অস্বীকৃতি জানান পরদিন ৮ অক্টোবর ২০২২ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর রিতার পেটে ছুরিকাঘাত করেন আহত অবস্থায় রিতাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিতা মৃত্যুবরন করেন এরপর ২০২২ সালের ১০ অক্টোবর রিতার ভাই মোঃ রাজু মিয়া বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা করেন, তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে তদন্তের অভিযোগ পত্র দাখিল করেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে নরসিংদীর ৩য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ ন ম ইলিয়াস আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
মন্তব্য করুন