ফয়সাল হোসাইন সনি, বগুড়া
বগুড়া শাজাহানপুর থানাধীন বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলের ৩০১ নং কক্ষ থেকে মা ও তার ১১ মাস বয়সী ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ।
রোববার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে থানায় ফোন দিয়ে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানায় হোটেল কর্তৃপক্ষ।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন। গতকাল রাতের কোনো এক সময় মা ও তার শিশু ছেলেকে হত্যা করা হয়েছে।
নিহত মা পূর্ব বগুড়ার নারুলি তালপট্টি এলাকার আসাদুল ইসলামের মেয়ে আশা মনি (২১)। জেলার ধুনট উপজেলার হেউটনগর গ্রামের হামিদুল হকের পুত্রের সংগে বিয়ে হবার পড় থেকেই পারিবারিক কলহ লেগেই ছিলো তারই সুত্র ধরে এই ঘটনা ঘটে।
পুলিশের এই কর্মকর্তা বলেন নিহত আশা মনি ও তার ১২ মাস বয়সি শিশু সন্তানের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তবে শিশুটির মরদেহের সংগে মাথা ছিলো না, পুলিশ কাজ করছে আশা করি দ্বিখন্ডিত লাশের মাথা শীঘ্রই পাবো।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘাতক স্বামী আজিজুল ইসলাম চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন। তিনি একজন সেনা সদস্য। আমরা তাকে পুলিশি হেফাজতে নিয়েছি। বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে টিম গঠন করেছি এই ঘটনার সাথে আর কেহ যদি জড়িত থাকে তাহলে আমরা খুবই দ্রুত তাকেও গ্রেফতার করবো।
উল্লেখ্যঃ এই রিপোর্টটি লেখা পর্যন্ত দেহ থেকে বিচ্ছিন্ন মাথা খুঁজে পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ