1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
সোমবার, ০৫ মে ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন সকাল ৯:১৩ ২২শে বৈশাখ, ১৪৩২ ৫ই মে, ২০২৫
সংবাদ শিরোনাম :

জামায়াতের সাবেক নেতা ব্যারিস্টার আঃ রাজ্জাক আর নেই!

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৮ Time View

শাকুর মাহমুদ চৌধুরী:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই।

আজ রবিবার (৪মে ২০২৫) বিকেলে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

ব্যারিস্টার রাজ্জাক ছিলেন দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। জামায়াতে ইসলামীর নীতি-নির্ধারণী পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আইনি অঙ্গনেও অসামান্য অবদান রেখে গেছেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল (৫ মে ২০২৫, সোমবার) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজারের উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এক শোকবার্তায় উপজেলা আমীর মাওলানা আবুল ফজল বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভাই ছিলেন একজন আদর্শবান, সাহসী ও প্রজ্ঞাবান নেতা। তার মৃত্যু জামায়াতে ইসলামীসহ সমগ্র দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমেদ বলেন, মরহুম রাজ্জাক ভাইয়ের মতো একজন বিজ্ঞ আইনজীবী ও আলোকিত রাজনীতিক আমাদের মাঝে আর ফিরে আসবেন না। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন।

এছাড়া, উখিয়া জামায়াতের নায়েবী আমীর মাওলানা নুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ তায়ালা ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে জান্নাত নসীব করুন এবং তাঁর পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2012- 2024

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights