বউ, কোনদিন হয়না পুরান যতই বয়স হোক;-
মান, অভিমান নিয়েই থাকে সকল পাষান লোক।।
কাবিন নামা শুধুই একটা আইনের বেড়াজাল;-
এমনি জালে জড়িয়ে থাকি হাজার বছর কাল।।
কাবিন নামা শুধুই একটি সামাজিক আকৃতি;-
নর, নারীর ঘর বাঁধার এই ধর্মীয় স্বীকৃতি।।
কাবিন নামা হারিয়ে গেলেও বউ হয়না যে পর;-
বিশ্বাসে আর আস্থা নিয়ে কাটায় সুখের ঘর।।
বউ একটি শব্দ যেনো মহাকাব্যের শুরু;-
বউ ছাড়া জীবন বৃথা যেনো শুকনা মরু।।
বউ হলো জীবন প্রদীপ পুরুষজাতীর প্রাণ;-
বউ ছাড়া কেমনে বাড়ে মানবিক সম্মান?
কাবিন নিয়ে যতই করো বৃথা বাহাদুরী;-
স্বামী স্ত্রীর ভালোবাসাই আসল ফলের ঝুড়ি।।
;;;;;;;;;;;;;;;;;;;;;;
তারিখ-০৮/০৪/২০২১ ইং
নিকেতন গুলশান।
ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ