নিজস্ব প্রতিবেদক:নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গ্রেপ্তার ২৬ শিক্ষার্থীকে ঢাকা শিক্ষা বোর্ড ভাঙচুরের দায়ে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।চকবাজার থানার মামলায় রোববার এ আদেশ দেন সিএমএম কোর্ট।
গত ২০ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডে ভাঙচুর ও সরকারি কাজে বাধাদানের বিষয়ে চকবাজার থানায় মামলা হয়। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ২৬ জনকে গ্রেফতারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গত ২৩ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীরা জোরপূর্বক সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সরেননি। পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে মোট ৫৩ শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ১৫ নারী শিক্ষার্থীসহ ২৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
পুলিশ জানায়, অভিযুক্তরা সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করেছে।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ