স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ ফাইটার কারাতে এ্যাসোসিয়েশন ড্যান গ্রেডিং এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
ওস্তাদ জাহাঙ্গীর আলমকে প্রধান উপদেষ্টা করে আহবায়ক তনু পান্ডে ও মোঃ ইউনুস খানকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর (শনিবার) সকলের সিদ্ধান্তক্রমে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ ফাইটার কারাতে এ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশের সকল ছাত্রছাত্রীদের পরিক্ষার মাধ্যমে ড্যান গ্রেডিং করার লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ