গাইবান্ধার পলাশবাড়ীতে একটি টাটা ট্রাক থেকে ১১৭ বোতল ফেন্সিডিসহ রাজ্জাক মিয়া (৫৪) নামের ১ জন মাদক কারবারীকে গ্ৰেফতার করছে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী মোহাম্মদ রাজ্জাক মিয়া বগুড়া সদর উপজেলার মালগ্রাম মধ্যপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার ব্রাক মোড় বাঁশকাটা মোড়ে রংপুর টু বগুড়া মহাসড়কের বগুড়াগামী লেনে মহাসড়কের উপর একটি চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি অভিযান চালানো হয়। এসময় একটি সাদা রংয়ের পিকআপ থেকে নেশা জাতীয় অবৈধ ১১৭ বোতল মাদকদ্রব্য (ফেন্সিডিল) সহ একজন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে একই সঙ্গে পিকআপটিও জব্দ করা হয়। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে এবং গ্রেফতারকৃত মাদক কারবারী রাজ্জাক এর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ