আব্দুল আজিজ তিতাস উপজেলা প্রতিনিধিঃ
বিশ্বস্ত সূত্রে জানা যায় যে ওনার এসএসসি পরীক্ষার প্রশংসা পত্র অনুযায়ী ওনার একটি জন্ম তারিখ ১/১২/১৯৭০ এবং আইডি কার্ডে ওনার জন্ম তারিখ দিয়েছেন ১/১/১৯৫৫। একটি মানুষের জন্ম তারিখের ভূল ২৫ বছরের গ্যাপ হয় কি করে এ নিয়ে জনমনে সন্দেহ তৈরী হয়েছে। এ ব্যাপারে তল্লাশী চালিয়ে আরো জানা যায় এ সকল অসংগতি বিষয়ে তদন্ত করার জন্য গত সপ্তাহে জেলা রেজিস্ট্রার বরাবর একটি দরখাস্ত সাবমিট করা হয়, জেলা রেজিস্ট্রার তিতাস উপজেলা সাব রেজিস্টার তদন্ত করার জন্য চিঠি প্রেরণ করেণ। কিন্তু এর মাঝে তদন্ত শুনানির পূর্বেই গতকাল তিতাস উপজেলা সাব রেজিস্টারের নিকট জনাব রফিকুল ইসলাম ওনার পদত্যাগ জমা দেন।
একজন কাজি সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত চাকরি করার বিধান থাকলেও কোন ক্ষমতাবলে ওনি অতিরিক্ত প্রায় আরো ৪ বছর দায়িত্ব পালন করেছেন এ ব্যাপারে তদন্ত চলছে।
আজ থেকে বলরামপুর ইউনিয়নের দায়িত্ব পালন করবেন পাশ্ববর্তী কলাকান্দি ইউনিয়ের কাজী জনাব মাও. নাজিম উদ্দীন। ওনি যাকে ইচ্ছে তাকেই বই দিয়ে কাজির দায়িত্ব পালন করাতে পারবেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ