আব্দুল আজিজ তিতাস উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ২০২৩ ও ২৪ ইং অর্থবছরে উপজেলা রাজস্ব উদ্ধৃত তহবিলের আওতায় ৩ নং বলরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২রা জুন রবিবার ১১ ঘটিকার সময় কালাই গোবিন্দপুর বলরামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরনবীর সভাপতিত্বে বলরামপুর ইউনিয়নের নারী-পুরুষদের মাঝে সেলাই মেশিন, স্প্রে মেশিন, আগুন নেভানোর ফায়ার স্ট্রেনজার, চাউল ও বৃক্ষরোপনের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান ( দাপ্তরিক কাজ থাকায় উপস্থিত হতে পারেনি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সালাম,উপজেলা সহকারী কৃষি অফিসার কাউসার আহমেদ, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: মোস্তফা কামাল মোল্লা, বলরাম পুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: ছাদেক পাঠান,গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: মাহবুর রহমান,গাজীপুর বাজার কমিটির সভাপতি মো: আপেল মাহমুদ,মাছিমপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও কলাকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা মো: ইকবাল হোসেন বাবুল।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায়,ছিলেন বলরামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো: মোফাজ্জল হোসেন, মো: নরুল ইসলাম, মো: আলাউদ্দিন বেপারী,মো: জাহাঙ্গীর আলম, মো: রিপন ভূইয়া, মো: মুকবল হোসেন, মো: আবুল কালাম আজাদ, মো: রমজান বেপারী,মো: পাভেল মাহমুদ সুমন,মহিলা মেম্বার মোসাম্মৎ নাছিমা আক্তার, মোসাম্মৎ আছিয়া বেগম,মোসাম্মৎ স্বর্নেহার আক্তার শাখা প্রমূখ।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ