ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, খুলনা প্রতিনিধি :
খুলনার হরিণটানা থানা পুলিশ আজ ৩ মে ২০২৫ তারিখ, বেলা ১১:৩০ মিনিটে কেডিএ ময়ূরী আবাসিক এলাকার বি-ব্লকের পূর্ব পাশে চৌরাস্তায় একটি চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট তল্লাশির সময় পুলিশ সন্ত্রাসী হাফিজুল শেখ (২৪), পিতা—ইউসুফ শেখ, স্থায়ী ঠিকানা—পুটিখালী, থানা—মোড়েলগঞ্জ, জেলা—বাগেরহাট; অস্থায়ী ঠিকানা—দত্তবাড়ি, তরুণসেনা রোড, থানা—দৌলতপুর, খুলনা; তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যা ম্যাগাজিনসহ এবং তাতে দুই রাউন্ড গুলি লোড করা ছিল।
এই ঘটনায় হরিণটানা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন