সামিয়া আক্তার :
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরাবো কবরস্থান রোড এলাকার বাসিন্দা প্রবাসী মো: জাহিদ এর স্ত্রী রানী আক্তারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদী হয়ে গত- ১ মে রাতে, রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগসূত্রে জানা যায়, উক্ত অভিযোগে ৩ জনকে বিবাদী করা হয়। বরাবো কবরস্থান রোড এলাকার বাসিন্দা মো: আল-আমিন এর ছেলে-মো: সিয়াম (২০) এর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী রানী আক্তার জানান, আমার একমাত্র কন্যা সন্তান এ্যানি (০৭) কে নিয়ে আনুমানিক ০১ (এক) বছর যাবৎ বর্তমান ঠিকানায় ভাড়া বাসায় বসবাস করে আসিতেছি। সিয়াম দীর্ঘদিন ধরে আমাকে উত্যক্ত করাসহ কু-প্রস্তাব দিয়ে আসতেছে। বিষয়টি তার পিতামাতাকে বললে তারা কোনো সুব্যবস্থাতো নেয়নি বরং ছেলেকে বিভিন্ন প্রকার কু-পরামর্শ প্রদান করেন। এমতাবস্থায় গত-১ মে বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন বরাবো এলাকাস্থিত ঝর্না এর পিঠার দোকানের সামনে আমাকে দেখতে পেয়ে সিয়াম তাহার যৌনচাহিদা চরিতার্থ করতে আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। সিয়ামকে ধাক্কা দিলে সে পুনরায় আমার জামা টেনেহেচরে শ্লীলতাহানী করে।এসময় আমি চিৎকার করলে আশ-পাশের লোকজন এসে আমাকে রক্ষা করে।
পরবর্তীতে সে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও উক্ত বিষয়ে কোন প্রকার আইনের আশ্রয় গ্রহণ করলে আমাকে প্রাণে মারিয়া লাশ গুম করবে বলেও হুমকি দেয় এবং আমি বাসা থেকে বের হলেই আমার সর্বনাশ করবে বলে হুমকি দেয়। অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন ধরে সিয়াম ও আল আমিনের কারণে প্রবাসীর স্ত্রী তার শিশুকন্যাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটেছে। উক্ত বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে । সিয়াম ও আল আমিনের কারণে প্রবাসীর স্ত্রী তার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় এই ধরনের ঘটনা প্রায়সই ঘটেছে। বর্তমানে মাদকাসক্ত সন্ত্রাসী সিয়ামের আতঙ্কে প্রবাসীর স্ত্রী রানী আক্তারের ভাড়া বাসার বাড়িওয়ালাও নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান। উল্লেখ্য এলাকাবাসী আরো জানান, শুধু প্রবাসীর স্ত্রীর উপর হামলাই নয়। মাদকাসক্ত সন্ত্রাসী সিয়াম এর দ্বারা প্রতিনিয়তই অত্র এলাকায় সাধারণ মানুষ হয়রানি নির্যাতনের শিকার হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে সিয়ামের নামে রূপগঞ্জ থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়ামের মাদক সেবন সহ মাদক বিক্রির স্থিরচিত্র,ভিডিও ফুটেজ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা মোটো ফোনে বলেন, এ বিষয়ে আমরা থানায় একটি লিখিত অভিযোগ নিয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ